নওগাঁর মান্দায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব সমাজ কে মাদক ইভটিজিং জঙ্গীবাদ থেকে দূরে রাখতে ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টার সময় মান্দার নৈলতৈড় ও কালিনগর গ্রামের যুব সমাজের আয়োজনে ও নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে নৈলতৈড় কালিনগর মোড় সংলগ্ন বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৭ টি দল অংশ গ্রহন করে। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় দহপাড়া গ্রামের নৌকা রানার্স আপ হয় ও কালিনগর গ্রামের পঙ্খীরাজ নামের নৌকা জয় লাভ করেন। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেফায়াত জামিল সৌরভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ।

এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি সহ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password