আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ
MostPlay

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। আইরিশদের ছোড়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের (৩৮) ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। আইরিশ বোলারদের তোপে সৌম্য সরকারের(৩৭) পর বল দেখছিলেন সোহানই। বাকিরা সব চোখে শর্ষে ফুল দেখেছেন। জয় থেকে ৩৪ রান দূরে থাকতে নির্ধারীত ২০ ওভার শেষে ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

১৭৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম তিন ওভারে বাংলাদেশ হারিয়েছে নাইম, লিটন ও মুশফিককে। চতুর্থ উইকেটে বিপদ সামাল দিয়ে ৩৭ রান যোগ করেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুব। রানের গতি বাড়াতে পারছিলেন না তারা। অষ্টম ওভারের পঞ্চম বলে দলীয় ৫২ রানে আউট হওয়ার আগে আফিফ করেন ১৬ বলে ১৭ রান।

আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা সৌম্যর ব্যাট থেকে আজকের ম্যাচে আসে এক চার ও দুই ছয়ের মারে ৩০ বলে ৩৭ রান। ৮২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ আর ম্যাচে ফেরেনি। নিচের দিকে আলো ছড়াতে ব্যার্থ হয়েছেন শামিম(১), মেহেদী(৯)। এরপর শুধুই পরাজয়ের ব্যবধান কমানোর মিশন। সোহানের ২৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রানের ইনিংসটি শেষ দিকে আলো ছড়ায়। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক এডায়ার। এছাড়া জশ লিটন ও ক্রেইগ ইয়ংয়ের শিকার একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয় আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে নাসুমকে টানা তিনটি চার হাঁকান পল স্টার্লিং। তবে ওভারের শেষ বলে নাসুমের বলে বোল্ড হন স্টার্লিং। ১৬ বলে ২২ রান করেন তিনি। এরপর আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। ম্যাচের অষ্টম ওভারে অ্যান্ড্রু বালবির্নি ও দশম ওভারে জর্জ ডকরেলকে সাজঘরে ফেরান তিনি। ২২ বলে ২৫ রান করেন বালবির্নি। ডকরেল ফেরেন ৯ বলে ৯ রান করে। বালবির্নি আর জর্জ ডকরেল ফেরায় কিছুটা স্বস্তি আসে বাংলাদেশ দলে। দ্রুতই দুই উইকেট তুলে নিলেও আইরিশদের রানের চাকা আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

চতুর্থ উইকেটে হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে ৯৯ রানের বিশাল জু্টি গড়েন ডেনলি। তাদের কল্যাণেই নির্ধারীত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। টেক্টর ২৩ বলে ২৩ ও ৮টি ছক্কা আর ৩টি চারে মাত্র ৫৫ বলে ৮৮ রান অপরাজিত থাকেন ডেনলি। আইপিএল শেষে দলে ফেরা মোস্তাফিজের বোলিং একটুও ভালো হয়নি। ওভারপ্রতি ১০ রান করে ৪ ওভারে দিয়েছেন ৪০ রান। শরিফুল সমান ওভারে দিয়েছেন ৪১ রান। তাসকিন ২৬ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password