সিলেটে বিজিবির উপর ট্রাক তুলে উধাও চোরাচালানি

সিলেটে বিজিবির উপর ট্রাক তুলে উধাও চোরাচালানি
MostPlay

সিলেটে চোরাচালান আটকের চেষ্টা করায় বিজিবি সদস্যদের উপর ট্রাক তুলে দিয়ে চম্পট চোরাচালানি, ট্রাক চালক ও হেলপার। সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের দরবস্ত-রামপ্রসাদ সড়কের হেলিরাই নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পের সদস্য মাসুদ আহমদ সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি মামলা করেছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। বিজিবির অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, চোরাচালানের পণ্যবোঝাই ট্রাক নিয়ে সিলেটে আসার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টায় ১৯ বিজিবির একটি টহল টিম নম্বরবিহীন একটি ডিআই ট্রাক আটকের চেষ্টা চালান।

ধাওয়া করলে চোরাচালানি, চালক ও হেলপার বিজিবি সদস্যদের উপর ট্রাক তুলে দিয়ে সেই সুযোগে চম্পট দেয়। ট্রাকচাপায় বিজিবি সদস্য মাসুদ আহমদ গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও বিজিবির অপর একটি টিম ঘটনাস্থলে যায় এবং চোরাচালান বোঝাই ট্রাক জব্দ করে। শুক্রবার এ ব্যাপারে থানায় মামলা দেয় ১৯ বিজিবি।

মন্তব্যসমূহ (০)


Lost Password