নওগাঁর সাপাহারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি কতৃক সংগঠিত অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের উদ্যেগে আওয়ামী লীগ কার্যালয় হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে মিলিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ন-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password