টিভিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখতেও টাকা খরচ করতে হবে অট্রেলিয়ানদের

টিভিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখতেও টাকা খরচ করতে হবে অট্রেলিয়ানদের
MostPlay

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি সিরিজ সরাসরি দেখতে পারেনি অস্ট্রেলিয়ানর। সেই পরিপ্রেক্ষিতে অনেক সমালোচনা হয়েছে পুরৈ ক্রিকেট দুইনিয়ায়। এমনকি অস্ট্রলিয়ার খেলোয়াড়দেরও এই বিষয় নিয়ে কথা বলতে শুনতে শোনা গেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখা নিয়ে সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়াতে। বাংলাদেশ সিরিজের মতো আরব আমিরাত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখা মিস করতে না হলেও পকেটের টাকা খরপচ করতে হবে অস্ট্রেলিয়ানদের। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ‘ক্রিকেট ডটকম ডটএইউ’।

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের অনুমতি পেয়েছে ‘ফক্সটেল’ ও ‘কায়ো’ টিভি চ্যানেল। এই দুটি চ্যানেল জানিয়েছে, খেলা সরাসরি দেখতে চাইলে দিতে হবে সাবস্ক্রিপশন ফি। এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও। এরপর এমন কিছুর সম্মুখীন হতে হয়নি অজি সমর্থকদের।

বিশ্বকাপ দেখার বিষয়ে এমন পরিস্থিতীর সম্মুখীন কখনও হতে হয়নি অস্ট্রেলিয়ানদের। এদিকে ‘কায়ো’ টিভি চ্যানেল ১৪ দিনের জন্য সাবস্ক্রিপশন ফ্রি করে দিয়েছে। এ সময়ে অবশ্য অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচগুলো রয়েছে। ফলে ফ্রীতে বিশ্বকাপ দেখার জন্য পকেটের টাকা খরচ করা ছাড়া উপায় নেই অস্ট্রেলিয়ায় বসবসাকারীদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password