আত্রাই শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আত্রাই শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার প্রদীপ কুমার, একাউন্ট অ্যাসিস্ট্যান্ট মোঃ শরিফুল ইসলাম, আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, ভৌপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডলসহ খেলা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ আরো অনেকে উপসিস্থত ছিলেন।

এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। খেলা শেষে অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password