আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা আর্জেন্টিনার

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা আর্জেন্টিনার
MostPlay

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ৩ টি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ১১ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচে ১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের সেই তিনটি ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সবশেষ বিরতির দল থেকে খুব একটা পরিবর্তন আনা হয়নি দলে।

সফল অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন মন্টেরির গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা, বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড লুকাস আলারিওকেও দলে নিয়েছেন স্কালোনি।তবে সবচেয়ে অবাক করা বিষয় জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালার অন্তর্ভুক্তি। শনিবার রাতে লিগ ম্যাচে পাওয়া চোটে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়ে আর খেলতে পারবেন না দিবালা। তবু সুস্থ হয়ে যাওয়ার আশায় তাকে দলে নিয়েছেন আর্জেন্টিনার কোচ। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনার স্কোয়াড : ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, এস্তেবান আনড্রাদা, এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নেহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্টিনেজ, জার্মান পাজেল্লা, নাকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, লিয়ান্দ্রো প্যারেদেস, গুইদো রোদ্রিগুয়েজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ, লো সেলসো, প্যালাসিওস, রদ্রিগো ডি পল, পাপ্পু গোমেজ, নিকোলাস গঞ্জালেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লুকাস অ্যালারিও, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জোয়াকিন কোরেয়া, অ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password