অকালে চুল পড়ে যাওয়া, চুল অকালে সাদা হয়ে যাওয়া, খুসকি, চুলের ঘনত্ব কমে যাওয়া, চুলের ডগা ফেটে যাওয়ার মতো একাদিক চুলের সমস্যা দেখা দেয় আমাদের মধ্যে বহু মানুষের। কিন্তু চুলের যত্ন করতে গিয়ে বহু মানুষই চুলের ক্ষতি করে ফেলছেন। এমন বহু ভ্রান্ত ধারণা বহু মানুষের মনে রয়েছে। তাই বিশেষজ্ঞরা সেই সমস্ত ভ্রান্ত ধারণাকে এখনই ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন। যাতে যত্ন করতে গিয়ে আদতে চুলের ক্ষতি করে ফেলছেন।
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, বহু মানুষের ধারণা রয়েছে যে, ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধির জন্য দারুণ উপকারী। কিন্তু আসলে ক্যাস্টর অয়েল চুলের জন্য ক্ষতিও যেমন করে না, তেমন বিশেষ কোনও উপকারও করে না বলে মত তাঁদের।
২. বহু মানুষের ধারণা রয়েছে যে, পেঁয়াজের রস চুলে লাগালে চুলের দ্রুত বৃদ্ধি হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, পেঁয়াজে থাকা সালফার চুল পড়ে যাওয়া রোধ করে। কিন্তু পেঁয়াজের রস সমস্ত রকমের চুলের জন্য উপকারী নয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন