মোবাইল চুরিকে কেন্দ্র করে আনসার-সুইপার তুমুল সংঘর্ষ

মোবাইল চুরিকে কেন্দ্র করে আনসার-সুইপার তুমুল সংঘর্ষ
MostPlay

কিশোরগঞ্জে মোবাইল চুরির ঘটনা নিয়ে আনসার সদস্যদের সাথে কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে সুইপাররা। এতে দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য ও হরিজন সম্প্রদায়ের (সুইপার) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতজন আহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে হরিজন সম্প্রদায়ের (সুইপার) একজনের একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে হাসপাতালের প্রবেশপথে থাকা আনসার সদস্যকে কী দায়িত্ব পালন করেন- এমন প্রশ্ন করায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনায় ওই সুইপারকে ঘটনাস্থলে ও ক্যাম্পে নিয়ে মারধর করেন আনসার সদস্যরা।

তাকে ক্যাম্প থেকে উদ্ধার করতে গেলে সুইপারদের ওপর হামলা করেন আনসার সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সুইপাররা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বুধবার সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল হারিয়ে যায়। এ সময় ওই সদস্য মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ওই সদস্য তার কলোনিতে খবর দেন। তিনি আরও বলেন, এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে গণ্ডগোল লেগে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বুধবার সকালে মোবাইল চুরি নিয়ে এমন ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password