চকউলী হাইস্কুল এর প্রাক্তণ শিক্ষার্থীদের "অ্যালামনাই জব ইভেন্ট" অনুষ্ঠিত

চকউলী হাইস্কুল এর প্রাক্তণ শিক্ষার্থীদের "অ্যালামনাই জব ইভেন্ট" অনুষ্ঠিত

চকউলী হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সকল স্তরের প্রাক্তণ শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ তেরি করার লক্ষ্যে "অ্যালামনাই জব ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকায় ধানমন্ডি এলাকায় ২৭নং রাস্তার এক রেস্তোরাঁয় "জব ইভেন্ট" অনুষ্ঠিত হয়।

এ ইভেন্টে প্রাথমিক ফোকাস হল, প্রাক্তন সম্প্রদায়ের জন্য চাকরির সুযোগ তৈরি করা। এছাড়া অর্থপূর্ণ সংযোগ এবং ক্যারিয়ারের অগ্রগতি সুযোগের জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এ সময় এসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৯-নওগাঁ, মান্দা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য- এস এম ব্রহানী সুলতান মামুদ গামা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ ফজলুল রহমান, মোঃ আব্দুর রশিদ (বাংলাদেশ ব্যাংক), মোঃ আব্দুস সালাম, ইঞ্জিঃ মোঃ আল-ইমরান, মোঃ খোদাবক্স, ইঞ্জিঃ মোঃ আনোয়ার হোসেন, ইঞ্জিঃ মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আসাদুজ্জামান মিন্টুসহ প্রমুখ পরে উপস্থিত সকলের জন্য ইফতার ও রাতে খাবারের আয়োজন শেষে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password