আবারো চালের দাম কেজিতে বাড়ল ২ টাকা

আবারো চালের দাম কেজিতে বাড়ল ২ টাকা
MostPlay

নতুন সপ্তাহের শুরুতেই মোটা এবং মাঝারি চালের দাম বৃদ্ধি পেয়েছে। কেজিপ্রতি মোটা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। চালের দাম কেজিতে বাড়ল ২ টাকা গত সপ্তাহে বাজারে মোটা চালের পাইকারি দর ছিল কেজিপ্রতি ৪৪ টাকা।

এই সপ্তাহে মোটা চাল কেজিপ্রতি ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এছাড়াও খুচরা বাজারে মোটা চালের দাম বেড়ে কেজিপ্রতি ৪৮ থেকে ৫০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে বাজারে গত সপ্তাহে মাঝারি চাল বিক্রি হয়েছিল ৫৬ টাকা দরে।

শুক্রবার (৩ ডিসেম্বর) মাঝারি চাল বিক্রি হয়েছে ৫৮ টাকা কেজিতে। এছাড়াও গত সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে বেশ কয়েকটি বাজারের চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, চিকন চালের দাম আগের মতোই আছে। তবে মোটা চাল ও মাঝারি মানের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। গত সপ্তাহ থেকে যে চিকন চাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি, আগের সপ্তাহে সেই চাল ৬৮ টাকা কেজি বিক্রি হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password