নওগাঁর সাপাহারে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, আনসার ভিটিভি কর্মকর্তা জুলেখা বেগম প্রমুখ সহ উপজেলার ছয় ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন