ডাসকো'র উপজেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

ডাসকো'র উপজেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলাতে, ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, উপজেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায়।অদ্য ১৪/০৮/২০২৩ ইং তারিখ ১১ টার সময় রাজশাহী জেলার পবা উপজেলা বি,আর, ডি, বি হলরুমে, যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেনঃ লাসমী চাকমা, উপজেলা নির্বাহী অফিসার পবা, রাজশাহী । মোহাঃ জাহিদ হাসান রাসেল উপজেলা সমাজসেবা অফিসার পবা, রাজশাহী।  মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা পবা, রাজশাহী। শামসুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা পবা, রাজশাহী।

সঞ্চালনা করেন, মোঃ রুহুল আমিন এরিয়া কো-অর্ডিনেটর চাঁপাইনবাবগঞ্জ। সহযোগীতায়, ফিরোজা খাতুন, শিখা মুরমু ও মোঃ আকতারুল ইসলাম ফিল্ড ফ্যাসিলিটেটর। অংশগ্রহনকরী উপজেলা পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার, লাসমী চাকমা বলেন, আপনাদের সাথে এই যৌথ কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এছাড়াও তিনি আরো বলেন বিশেষ করে ছুটির দিন শুক্রবার করে আমার কাছে কিছু ফোন আসে তারা বলেন স্যার ওমুক জায়গাতে একটা বাল্য বিয়ে হচ্ছে, স্যার আপনি দয়া করে বিয়ে টা আটকানোর ব্যবস্থা করেন, তখন আমি তাকে প্রশ্ন করি আপনি কে জবাবে নাম গোপন রাখেন কিন্তু বলেন আমি ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের সদস্য এটা শুনে আমাকে অনেক ভালো লাগে, এই বলে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password