আনজুমান আরা বেগম ও গিয়াস উদ্দিনকে গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি

আনজুমান আরা বেগম ও গিয়াস উদ্দিনকে গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি

আমি মোঃ নাজির ভুঁইয়া, পিতা—মৃত নান্নু ভূঁইয়া গ্রাম + পোস্ট ঘাটিয়ারা, সদর, ব্রাহ্মণবাড়িয়া, আমার নিজ গ্রামের গিয়াস উদ্দিন, পিতা মৃত মমিনুল হক, আমি বিদেশে থাকা অবস্থায় আমার নিকট থেকে দশ লাখ টাকা নেয়। ঐ টাকা দীর্ঘদিন সাত বছর ধরে দিব দিচ্ছি বলে আজ পর্যন্ত একটি টাকাও ফেরত দেয়নি।

টাকা ফেরত না পাওয়ায়, সদর থানা ব্রাহ্মণবাড়িয়া অভিযোগ দায়ের করতে গেলে, থানার সেকেন্ড অফিসার ইনচার্জ এসআই আল আমিন ও অন্যান্য পুলিশ সদস্যদের সামনে থানার ভিতরে আনজুমান আরা বেগম স্বামী মৃত শফিক বক্স পিতা: ফায়েজ ভূঁইয়া ও গিয়াস উদ্দিন আমাকে প্রচন্ড মারধর করে থানা থেকে বের করে দেয় এবং হুমকি দেয় এলাকায় গেলে আমাকে গুম করে ফেলবে।

তাদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে গ্রাম ছেড়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় বিচারের দাবিতে ঘুরছি। আমি জাতীয় প্রেসক্লাব, ঢাকায় সন্ত্রাসী বাহিনীর প্রধান পতিতার দালাল, মামলাবাজ, ইয়াবা ব্যবসায়ী আনজুমান আরা বেগম ও গিয়াস উদ্দিনকে গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছি এবং আমার নিরাপত্তা জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password