৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

 

নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার ভবনীপুর জোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৪) নামে ৮ মাসের মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবূধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের নিজ বাড়ীর শয়নকক্ষে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে নিহত শাহানুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহানূর একই এলাকার চা দোকানী রাশেদ হোসেনের স্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদঘাটনে কাজ করছে। এই ঘটনায় পুলিশ নিহতের দেবর রশিদ এবং শ্বাশুড়ী রশেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ সাংস্কৃতিক মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান, শাশুড়ি সহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। এসময় শাহিনুর এক বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। অনুষ্ঠানশেষে শাহানুরের শিশুকন্যা বাড়ী ফিরে এসে তার মায়ের রক্তাক্ত মরদেহ দেহে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নিহতের স্বামী রাশেদ হোসেন কাজের সন্ধানে বাইরে অবস্থান করছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন তালাশসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পরে বৃহস্পতিবার সকালে সি.আই.ডি ও ও পিবিআই টিম এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ৩ সন্তানের জননী শাহানুর ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী কাজের সন্ধানে বাইরে অবস্থান করছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ, সিআইডি ও পিবিআই টিম রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্তশেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password