নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার  ভূমিকম্প
MostPlay

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

স্থানীয় সময় শুক্রবারের এই কম্পনে তাৎক্ষণিক কোন হতাহতের খরব পাওয়া যায়নি। বিপুল প্রাণহানি এড়াতে নিরাপদ এবং উঁচু স্থানে সরে যেতে বলা হয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাদের।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিলো সমতল থেকে ৯৪ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৯ মাত্রার বেশ কয়েকটি আফটার শক হয়েছে। এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ১৮৫ জনের মৃত্যু হয়। ভেঙে পড়ে বহু স্থাপনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password