যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু

যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু
MostPlay

যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু

যশোরে করোনায় আরও ৭ জনের মৃত্যু,  যশোর জেলাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই২০২১) বিকেলে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যশোরে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা ভাইরাসে আক্রান্তের হার ২৩ শতাংশ। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আরএমও ডা. মোঃ আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু ঘটেছে।

হসপিটালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১১৮ জন। এবং এর মধ্যে করোনার রেডজোনে ৮৬ জন এবং ইয়েলো জোনে ৩২ জন রোগী ভর্তি রয়েছে।

যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান জানিয়েছেন,যশোর জেলায় করোনা সংক্রমণ কমাতে সংক্রমণের প্রথম থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password