নওগাঁর মান্দায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত

নওগাঁর মান্দায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত
MostPlay

নওগাঁর মান্দায় সমবায় এর উদ্যোগে "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মান্দা ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মান্দা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে সমবায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিল আহম্মেদ, প্রানী সম্পদ কর্মকর্তা বেনজির আহম্মেদ, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহা. আখতার হোসেন, সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জল কুমার কবিরাজ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিঠুন কুমার দত্ত, উপজেলা বণিক সমবায় সমিতি লিঃ -এর সভাপতি আখতারুজ্জামান প্রমুখ।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে ৩টি সমবায় সমিতিকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সমিতিগুলো হলো- জোতবাজার বণিক সমবায় সমিতি, ভোরের আলো কৃষি সমবায় সমিতি ও তারা সেভিংস এন্ড ক্রেডিট কো- অপারেটিভ সোসাইটি লিঃ। এ ছাড়া ও অন্য সমিতিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password