সিরাজগঞ্জে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

সিরাজগঞ্জে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

সিরাজগঞ্জে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করায় নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজারস্থ নিউ জনতা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিদ্ধিপানপাড়া) এলাকার সিকান্দরের ছেলে বেলাল, তার স্ত্রী মোছা. ইয়াসমিন ও মংডু থানার বুসিডং রাইমাসিল এলাকার আলমগীরের ছেলে মো. রিয়াজ। বেলালের ৩ বছর ৬ মাস বয়সী এক মেয়ে ও ২১ মাস বয়সী এক ছেলে রয়েছে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র সিপিএসসির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তিনি জানান, সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পাসপোর্ট ব্যতীত, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বলে স্বীকার করে। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৪টি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা করে উদ্ধার করা আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password