নওগাঁয় ভারতীয় ৫ টি মহিষ ও ২ টি গরু আটক

নওগাঁয় ভারতীয় ৫ টি মহিষ ও ২ টি গরু আটক

নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুইটি গরু ও ৫টি মহিষ আটক করেছে বিজিবি।

জানা গেছে, বুধবার বিকালে পোরশা উপজেলার নীতপুর সীমান্তের ২৩০/১০এস পিলার থেকে ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে চোরাচালান হচ্ছে জানতে পেরে বিজিবির টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এসময় সেখান থেকে ভারতীয় ২টি ষাড় গরু ও ৫টি মহিষ আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গরু ও মহিষগুলো আটকের পর পত্নীতলা কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ নীতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান।

মন্তব্যসমূহ (০)


Lost Password