টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। বুধবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুনার জানিয়েছেন ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজধানী নেপাল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের সেতি গ্রামে বন্যার পানিতে আটকে পড়েছে অন্তত ৬০ জন। ক্রমাগত বৃষ্টিতে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পুলিশের মুখপাত্র বসন্ত কুনার বলেন, ‘খারাপ আবহাওয়া এবং ক্রমাগত বৃষ্টির কারণে গতকাল উদ্ধারকারীরা গ্রামটিতে পৌঁছাতে পারেননি। আজও চলছে উদ্ধার অভিযান।’
টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে বন্যার পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। উপচে পড়া নদীতে সেতু, সড়ক এবং বাড়িঘর ভেসে গেছে। নেপালে মৌসুমী বৃষ্টিপাতের সময় আকস্মিক বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা। সাধারণত প্রতিবছর মধ্য জুন থেকে অক্টোবর পর্যন্ত এই মৌসুম চলে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাত হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন