৪২ তম বিসিএসের ভাইবা পরীক্ষা তারিখ প্রকাশ

৪২ তম বিসিএসের ভাইবা পরীক্ষা তারিখ প্রকাশ
MostPlay

চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষা আগেই হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছিল না। একাধিকবার পেছানো হয় তারিখ। মঙ্গলবার (৩ আগস্ট) পিএসসির এক বিবৃতিতে জানানো হয়, ১০ আগস্ট থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ। করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password