৪২ পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলার আবেদন খারিজ

৪২ পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলার আবেদন খারিজ
MostPlay

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপারসহ ৪২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এ আদেশ দেন।

এর আগে রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে রিজভী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এতে অজ্ঞাত আসামি করা হয় ১৫০ জনকে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদী হয়ে এ মামলার আবেদন করেছিলেন। আদালত ২০৩ ধারায় মামলাটি খারিজ করেছেন। ওই মামলায় পুলিশের ৪২ সদস্যের নাম উল্লেখ করে বিবাদী করা হয়। মামলার আবেদনে হত্যা, জখম, গুরুতর জখম ও পূর্বপরিকল্পিতভাবে হামলার অভিযোগ আনা হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password