আ.লীগের নেতার মৃত্যুর ৪ বছর পর হলেন জেলা উপদেষ্টা

আ.লীগের নেতার মৃত্যুর ৪ বছর পর হলেন জেলা উপদেষ্টা

আ.লীগের মৃত্যুর ৪ বছর পর হলেন জেলা উপদেষ্টা যশোরে সম্মেলনের বিশ মাস পরে যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে কয়েকদিন আগে। এবং শুক্রবার (৩০ জুলাই২০২১) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৯ জন উপদেষ্টাসহ ৯৪ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন।

আ.লীগের সাধারাণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটিতে মৃত্যুর ৪ বছর পর জায়গা হয়েছে বলে জানা গেছে, যশোরের শার্শা উপজেলা আ. লীগের সাবেক সহ সভাপতি গোলাম রসুলের। এবং তাকে যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটা নিয়ে যশোর জেলায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে ইতিমধ্যে। দলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, গত ২০১৭ সালের ২৬ জুলাই শার্শা উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ গোলাম রসুল মারা যান। মৃত্যুর এই ৪ বছর পরও সংবাদটি কেন্দ্রীয় কমিটি এবং জেলা আ.লীগ কমিটির সদস্যদের না জানাটা অনেক দুঃখজনক ব্যাপার।

এই বিষয়ে গোলাম রসুলের ছেলে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক জানান, তার বাবা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন শার্শায়। বাবার মৃত্যুর ৪ বছর অতিবাহিত হওয়ার পরেও জেলা আ.লীগের কমিটিতে কীভাবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যপদ পেয়েছেন বিষয়টি তার জানা নেই।

তবে এখান থেকে প্রমাণ হয় যে, যখন প্রয়োজন পড়ে যায় তখন নেতারা তৃণমূল নেতাদের খোঁজ নেন। যশোরের শার্শা উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেছেন, কীভাবে এই রকম বিষয়টি হলো তা আমরা নিজেরাও জানি না সঠিক। যশোর জেলা আ. লীগের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম মিলন বলেছেন, জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় কমিটিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

কিন্তু কোনো কারণে হয়তো চিঠিটা কেন্দ্রীয় আ. লীগের কাছে হয়তো পৌঁছায়নি। সে কারণে তার নামটি বাদ কেন্দ্রীয় কমিটি থেকে বাদ যায়নি। এই বিষয়টি নিয়ে জেলার মধ্যে অনেক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password