নওগাঁর মান্দায় ভূমিদস্যুদের মারপিটে গুরুতর আহত ৪

নওগাঁর মান্দায় ভূমিদস্যুদের মারপিটে গুরুতর আহত ৪

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ভূমিদস্যুদের মারপিটে ৪ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ভারশোঁ ইউপির মহানগর বিলে।

জানাগেছে, মহানগর বিলের খাস জমিতে রোরো ধান রোপণ করতে গেলে পাকুড়িয়া গ্রামের ভূমিদস্যু হায়াত আলী, দানেশ, মামুন, সুলতান, আব্দুল জব্বার ওরফে জন্টু, সাইফুল ইসলাম, মুনতাজ, সিনতাজ, বাবু ও রেজাউল ইসলাম গংদেরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে এসে তাদেরকে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, ভারশোঁ গ্রামের মৃত মিনু প্রামানিকের ছেলে সিরাজ উদ্দিন (৫০), মৃত কলি শাহার ছেলে সোহরাব হোসেন (৫৫), মহানগর গ্রামের দিলবরের ছেলে উজ্জল হোসেন (৩৫) ও ভারশোঁ দক্ষিন পাড়া গ্রামের মাজিসেন (৪৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে সিরাজ ও উজ্জলের অবস্থা আশাংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত সিরাজ ও উজ্জল জানান, আমরা গরিব মানুষ। খাস জমিতে প্রতিবারের ন্যায় এবারও বোরো ধান রোপণ করার জন্য জমিতে গেলে, প্রতিপক্ষের লোকজন এসে মারপিট শুরু করেন। অন্যের জমি দখল করায় তাদের কাজ। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password