চর আলোকবালিতে নির্বাচনী সহিংসতায় নারীসহ নিহত ৪ আহত ৩৫

চর আলোকবালিতে নির্বাচনী সহিংসতায় নারীসহ নিহত ৪ আহত ৩৫
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অধিবিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সৃষ্টি হলে, এতে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত এবং আহত হয়েছেন কম পক্ষে ৩০ জন।

নিহতরা হচ্ছেন ১.আনিছ (১৭) পিতা জলিল মিয়া, ২. আমির হোসেন (৫২) পিতা কুডু মিয়া, ৩. মোর্শেদা বেগম (৩০) পিতা মনু মিয়া, ৪. মাছুম মিয়া (৩৫) পিতা আমির হোসেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছেন। বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. সওগাতুল আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রিপন মোল্লা বনাম আবুল খায়ের সমর্থকদের মাঝে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। তিনি আরো জানান, এপর্যন্ত কোন পক্ষ থেকেই অভিযোগ আসেনি। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password