নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে চারজন গুড় ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন, র্যাব-৫ (রাজশাহী), জয়পুরহাট ক্যাম্প কর্তৃক জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২ টায় র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ`র মহাদেবপুর থানা`র মথুর কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভেজাল গুড়-৫৮ মন ৩০ কেজি, চিনির শিরা ১৭৩ মণ ৩০ কেজি, ক্ষতিকর রং ৬ কেজি ও হাইড্রোজেন ২ কেজিসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে উপজেলার মথুর কৃষ্ণপুর গ্রামের বুলেট গুড় কারখানার মালিক বুলেট হোসেন (৪০), আমজাদ গুড় ঘরের মালিক শ্রী প্রদীপ মন্ডল (৪৫), মালেক হোসেন (৩৬) ও জামাল হোসেন (৫৮)কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। অবশেষে ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন