বঙ্গোপসাগরে হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
MostPlay

শুক্রবার ১৮ জুন সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ৪ ঘণ্টা পর ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনার পাথরঘাটা থেকে ২শ' কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২শ' কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ৪ ঘণ্টা পর ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা দুপুরে উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কালাম মিস্ত্রি, আলঙ্গীর, বাকন আলী নামের ৩ জেলে ও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। কাস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি তাদের উদ্ধারে সক্ষম হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password