নওগাঁর পত্নীতলায় ২ হাজার ৫৩ লিটার মদ সহ ৩ জন মাদক কারবারি আটক

নওগাঁর পত্নীতলায় ২ হাজার ৫৩ লিটার মদ সহ ৩ জন মাদক কারবারি আটক
MostPlay

নওগাঁয় ২ হাজার ৫৩ লিটার স্থানিয়ভাবে তৈরি চোলাই মদ সহ ৩ জন মাদক কারবারি আটক করেছে র‌্যাব-৫।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে বলেন, সোমবার (২৪ জুলাই) জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রফিকুল ইসলাম এর নের্তৃত্বে রবিবার দিবাগত রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল ও কান্তা কিসমত এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ ৩জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), কান্তা-কিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) এবং অসীম পাহান (৩৪)। এব্যাপারে র‌্যাবের অভিযানিক কর্মকর্তা ও কোম্পানী কমান্ডার মোঃ রফিকুল ইসলাম জানান, রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল এবং কান্তা কিসমত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ও মাদক উদপাদনকারি নীরেন পাহান, বাবুল পাহান এবং অসীম পাহানকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাব জানান, তারা দীর্ঘদিন থেকে নেশা জাতীয় মাদক দ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়ীতে উৎপাদন করতো এবং সেগুলো সংরক্ষণ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে খুচরা ও পাইকারীতে বিক্রি করে আসছিলো। এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

মন্তব্যসমূহ (০)


Lost Password