ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে আনু সর্দার ও চান সর্দার গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জের পাশাপাশি ৩৫ রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়।

পুলিশ চারজনকে আটক করেছে। সংঘর্ষে দুই পক্ষের আহতদের মধ্যে ফিরোজ মিয়া, কাশেম মিয়া, মাইনুল মিয়া, আবদুল কাদের, রাসেল, হিমেল মিয়া, শরীফ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং ঝর্ণা বেগম, ইউসুফ মিয়া, আফসার, সোহেল মিয়া, বাদল মিয়া, আরাফাত মিয়া, মোবারক মিয়া, সোহেল হোসেন, শাহআলম, জোহরা বেগম, শরীফা বেগম ও শরীফা বেগম আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেন।

এ ছাড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর হেমান, আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. মফিজ উদ্দিন, কনস্টেবল মো. মারুফ ও সোহান, সাংবাদিক হুমায়ূন কবির আহত হলে প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে লন্ড্রির দোকানের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের আনু সর্দারের বাড়ির এক ব্যক্তির সঙ্গে চান মিয়া সর্দারের বাড়ির একজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরিস্থিতি বিবেচনায় ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। কারো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password