পঞ্চগড়ের নৌকাডুবিতে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু, আহত অন্তত ৩০

পঞ্চগড়ের নৌকাডুবিতে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু, আহত অন্তত ৩০
MostPlay

পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারি দল।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বোদা থানা রাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় ব্বিস্তারিত জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password