নওগাঁর সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
MostPlay

নওগাঁর সাপাহার ও নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। জেলার সাপাহার উপজেলায় ধানবোঝাই ট্রলি উল্টে ও নিয়ামতপুর উপজেলায় গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ১৬ আগস্ট সকাল ৮টার দিক থেকে বেলা ১২টার মধ্যে এই দুই দুর্ঘটনা ঘটে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার খাসা মান্দা এলাকার ফাহিম চৌধুরীর ছেলে খোকন চৌধুরী (৩৬)।

জানা যায়, সকালে জেলার পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রাম থেকে ট্রলিতে করে ধান বিক্রির জন্য পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন নিহত মাহবুবুর রহমান ও তার বাবা। এসময় বাবা ড্রইভারের কাছে আর ধানবোঝাই ট্রলির ওপরে বসে ছিলেন মাহবুবুর রহমান। ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

ওসি হুমায়ূন কবির জানান, সকাল সাড়ে ৮টার দিকে রামনগর মোড়ের কিছুটা দূরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান খোকন চৌধুরী ও মইন মণ্ডল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আর আহত মইন মণ্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password