নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিনব কায়দায় হেরোইন পরিবহনকালে বিপুল পরিমাণ হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) তাদের আটকের পর শনিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫। আটক হয়েছেন চাঁপাইনবাগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. ইউসুফ আলী (৪০), একই এলাকার গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টু ছেলে মো. লিটন মিয়া (৩৫)।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। জেলার পত্নীতলার ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয়। আটকের পর মাহিন্দ্র ট্রাক্টরটি তল্লাশি করে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।
তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়ারসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন