সমূদ্রপথে মালয়েশিয়ায় যাত্রাকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার

সমূদ্রপথে মালয়েশিয়ায় যাত্রাকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে  টেকনাফ থানা পুলিশের একটি দল, তাদের মধ্যে ২জন স্থানীয় নারী দালালও রয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় এ অভিযান চালায়।

উদ্ধার হওয়া ১৮ জন রোহিঙ্গার মধ্যে  ১০ জন নারী, ৫জন পুরুষ ও ৩জন শিশু রয়েছে। তারা উভয়েই উখিয়ার কুতুপালং ক্যাম্পসহ একাধিক ক্যাম্পের বাসিন্দা।  পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও দুই জন স্থানীয় নারী দালালসহ  এই ১৮ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন পুলিশ। আটককৃত দালাল চক্রের দুই নারী সদস্য উপজেলার হ্নিলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মোঃ হাফিজুর রহমান। ওসি আরও জানিয়েছেন উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের(আরআরআরসি) কার্যালয়ে অভিহিত করা হয়েছে এবং আরআরআরসি কার্যালয়ের মাধ্যমে উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো  হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password