লকডাউন অমান্য করায় ১৮ জনকে জরিমানা

লকডাউন অমান্য করায় ১৮ জনকে জরিমানা

সিলেট প্রতিনিধিঃ- লকডাউন কার্যকর করতে প্রথম দিনে বুধবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মামুনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় দুই ভ্রাম্যমাণ আদালতে মোট ১৮টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ১১টি মামলায় ১৮০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ৭টি মামলায় ১৭০০টাকা জরিমানা আদায় করেন।এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র নেতৃত্ব পুলিশ দিনব্যাপী লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে মাঠে ছিল।

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, প্রথম দিনে লকডাউন কার্যক্রম ছাতকে কঠোরভাবে পালিত হয়েছে। এরপরও যারা অমান্য করেছেন, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password