বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশনের (বিআরটিসি) বহরে যুক্ত হতে যাচ্ছে বিদ্যুৎচালিত ১০০টি দ্বিতল বাস। এসব বাস হবে শীতাতপ নিয়ন্ত্রিত। ভারতীয় ঋণ সহায়তা চুক্তির (এলওসি) আওতায় এসব বাস সংগ্রহ করা হবে। আজ রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য বিদ্যুৎচালিত শীতাতপ নিয়ন্ত্রিত ৩০০টি দ্বিতল বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।
এর মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
সূত্রঃ কালের কণ্ঠ
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন