নওগাঁর ধামইরহাটে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ১জন মাদক পাচারকারীকে আটক করেন থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ-পাগলদেওয়ান রাস্তায় অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলো গাজীপুর জেলার শ্রীপুর থানার সাটিয়াবাড়ী নামক এলাকার পিতা ফিরোজ হোসেনের ছেলে মো. স্বপন মিয়া (৩৬)।

জানা গেছে, ওইদিন ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. নাজমুল হক, মাসুদ রানা ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদে জানতে পারেন যে, সীমান্ত এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৮৩৪৭৭) যোগে মাদক বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে খবর পেয়ে ওই রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে তার সিটের নিচ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় প্রাইভেট কারটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password