ম্যারাডোনার মৃত্যুর তদন্তের দাবিতে রাস্তায় নেমেছেন ভক্তরা

ম্যারাডোনার মৃত্যুর তদন্তের দাবিতে রাস্তায় নেমেছেন ভক্তরা
MostPlay

গত বছরের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে পরলোকে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবিতে রাস্তায় নেমেছেন আর্জেন্টিনার সাধারণ মানুষ। খবর রয়টার্সের। গতকাল বুধবার দেশটির জাতীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ‘ওবেলিসকো’ থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় বিক্ষোভকারীরা ম্যারাডোনাকে পতাকা উড়িয়ে ও গান গেয়ে শ্রদ্ধা জানান। তারা দাবি করেন, ম্যারাডোনা মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে।’ এসময় জাস্টিস ফর ডিয়েগো, দোষীদের বিচার ও শাস্তি চাই’ বলে স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। ওই র‌্যালির নেতৃত্ব দেন ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লাওদিয়া ভিয়াফানে ও তার দুই মেয়ে, দিলমা ও জিয়ান্নিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password