বাড়ি ভাড়া মওকুফ করুন’

বাড়ি ভাড়া মওকুফ করুন’

করোনা পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে সমাজিক দূরত্ব বজায় রেখে ‘নতুনধারা বাংলাদেশ’ (এনডিবি) আমরণ অনশন শুরু করছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু হয়।

নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।

মোমিন মেহেদী বলেন, ‘নতুন প্রজন্ম বায়ান্নতে ছিলো বিজয়ী হয়েছে, একাত্তরে ছিলো, বিজয়ী হয়েছে, আজ যখন লকডাউনের নামে মানুষকে অভুক্ত রেখে, বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য বুদ্ধিও চাপে পিষ্ট করা হচ্ছে, তখনও আছে এবং বিজয়ী হবে। কেননা, নতুন প্রজন্ম ন্যয্য দাবি নিয়ে আমরণ অনশনে নেমেছি। বাড়ি ভাড়া সমস্যা সমাধান করতে হবে, বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য কমাতে হবে এবং সরকারিভাবে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তদের অর্থ বরাদ্দ দিতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password