নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ দল।

নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ দল।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশ দলের স্পন্সর হতে চায়নি কোনো প্রতিষ্ঠান।

তবে এবার নতুন স্পন্সর পেয়েছে বাংলাদেশ দল। তবে তারা কেবল আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আর এই সিরিজেই বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকবে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ ডিটিএইচ’। তারা কেবল জিম্বাবুয়ে সিরিজেই স্পন্সর হিসেবে থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password