টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) একতলা একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—  ওই এলাকার গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম বুচি (৩৭), ছেলে তাজেল (১৩) ও মেয়ে সাদিয়া (৯)।

ওসি তারিক কামাল জানান, কিছুদিন আগে আব্দুল গনি মিয়া ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকায় একতলা একটি বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন থেকে চারদিন ধরে তাদের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না।

বাহিরে থেকে বাসার গেট তালাবদ্ধ ছিলো। শুক্রবার সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, গত ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে গেছে। নিহত চারজনের মধ্যে তিনজনের মরদেহ খাটের উপরে ও একজনের মরদেহ মেঝেতে পড়ে ছিলো। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে বাড়িটি ঘিরে রেখেছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password