আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ: মির্জা ফখরুল

আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ: মির্জা ফখরুল

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জাতি হতাশ হয়েছে বলে মনে করছেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি সদ্যপ্রয়াত মুরাদ কবিরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কাউন্সিল থেকে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা। এই কাউন্সিলে জাতি হতাশ হয়েছে।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের সংকটের মধ্যে আছি। সবার প্রত্যাশা ছিল, এখান থেকে হয়তো গণতন্ত্রে উত্তরণের কোনো পথ বেরিয়ে আসবে। কিন্তু জাতি সে বিষয়ে কোনো দিকনির্দেশনা পায়নি। গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password