৪০ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, এরপরই আসছে ঘূর্ণিঝড়

৪০ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, এরপরই আসছে ঘূর্ণিঝড়
MostPlay

গুমোট হয়ে উঠেছে তাপমাত্রা। গরমের কারণে অনেকে কাজ ছাড়া বাইরেই বেরোচ্ছেন না। আবহাওয়াবিদদের মতে, এপ্রিলের মাঝামাঝিতে তাপমাত্রার পারদ বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদফতরের দেয়া তিন মাস মেয়াদি (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলে দেশের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে তাপমাত্রা। এছাড়া অন্য এলাকায় ১ থেকে ২টি মৃদু অর্থাৎ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা মাঝারি মাত্রার তাপপ্রবাহ অর্থাৎ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

সম্প্রতি ঢাকা, শ্রীমঙ্গল, বরিশাল, খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ বইছে। এমন গুমোট গরম আগামী ৭২ ঘণ্টায়ও কমার সম্ভাবনা নেই। তবে এক-দুট নিম্নচাপের আগমনে আরও কয়েকদিন পর তাপমাত্রা কমবে।

এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী হতে পারে। দেশের অন্যস্থানে ৪ থেকে ৫ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।

এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপ প্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই তাপপ্রবাহ আরও অন্তত দুদিন এমনই থাকতে পারে। ঝড় বৃষ্টি হলে মাঝে মাঝে কমে আসবে কিছুটা। পরে আবার আগের মতো হয়ে যেতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password