মিয়ানমারের সেনা মোতায়েন আন্তর্জাতিক আইনের পরিপন্থি

মিয়ানমারের সেনা মোতায়েন আন্তর্জাতিক আইনের পরিপন্থি
MostPlay

সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, রাখাইনে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের সেনাবাহিনী। তবে, বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী সজাগ আছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ নতুন করে আর কোনো রোহিঙ্গা প্রবেশের অনুমতি দেবে না বলেও উল্লেখ করেন শাহরিয়ার আলম।২০১৭ সালের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৬ এবং ২০১৭ সালে রোহিঙ্গা নিধন ও নির্যাতনের সময় মিয়ানামারের সেনাবাহিনী আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করেছে। এবার যেন তেমন না হয় সে বিষয়েও মিয়ারমারের সেনাবাহিনীকে হুঁশিয়ার করা হয়েছে।’

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে ভারতের অবহিত করা উচিত ছিলো। তবে, আশা করি তারা এ সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password