মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল তৈরি হচ্ছিল ট্যাং,জরিমানা ৬ লাখ

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল তৈরি হচ্ছিল ট্যাং,জরিমানা ৬ লাখ
MostPlay

নিষিদ্ধ স্যাকারিন, মেয়াদোত্তীর্ণ সাইট্রিক এসিড, মেয়াদোত্তীর্ণ কালার অ্যান্ড ফ্লেভার ও মেয়াদোত্তীর্ণ জেনথন দিয়ে তৈরি হচ্ছিল অরেঞ্জ পাউডার ড্রিংক ট্যাং। আসন্ন রমজান উপলক্ষে ট্যাংকের চাহিদা বেশি হওয়ায় বেশি মুনাফা লাভের আশায় তারা এসব মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে ট্যাং তৈরি করছিলেন। তাদের ছিল না কোনো ল্যাব এবং ল্যাব টেকনিশিয়ান।

এসব অভিযোগে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকায় দুটি ট্যাং তৈরির কারখানা অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে আরও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে বিষয়টি জানান র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুটি ট্যাং তৈরির কারখানা ও একটি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে সহায়তা করে র‌্যাব-২ ও বিএসটিআই।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, আসন্ন রমজানে দেশে অরেঞ্জ পাউডার ড্রিংক ট্যাং-এর অনেক চাহিদা থাকে। এটাকে পুঁজি করে কেরানীগঞ্জের শান্ত ফুড প্রোডাকস্ ও এ বি ফুড অ্যান্ড কনজুমার প্রোডাকস্ নামের দুটি কারখানা অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, নিষিদ্ধ স্যাকারিন ও মেয়াদোত্তীর্ণ সাইট্রিক এসিড, মেয়াদোত্তীর্ণ কালার অ্যান্ড ফ্লেভার ও মেয়াদোত্তীর্ণ জেনথনসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে ট্যাং তৈরি করছিল। বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও ছিল না পরিবেশের ছাড়পত্র ও স্টক লাইসেন্স। তাদের ছিল না কোনো ল্যাব এবং ল্যাব টেকনিশিয়ান। এসব অভিযোগে কারখানা দুটিকে তিন লাখ তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পলাশ কুমার বসু আরও বলেন, এছাড়া এন বেঙ্গল সুইটমিট অ্যান্ড বেকারি নামের একটি কারখানার কিছু খাদ্যদ্রব্যে বিএসটিআইয়ের লাইসেন্স ছিল আর বাকিগুলোতে ছিল না। তৈরিকৃত খাদ্যদ্রব্যের মধ্যে বেকারিতে কাজ করা কর্মচারীদের শরীরের ঘাম বেয়ে পড়ছিল এবং কর্মচারীদের হাতে ছিল না গ্লাভস। বেকারির একই ফ্রিজে রাখা ছিল কাঁচা মাছ-মাংস। এসব অভিযোগের কারণে কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এক মাসের সময়ও বেঁধে দেয়া হয়েছে তাদেরকে। যদি এক মাস পর কারখানা কর্তৃপক্ষ অভিযোগের কারণগুলোর সমাধান করতে না পারে তবে কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password