দিল্লিতে আরও সাত দিনের লকডাউন

দিল্লিতে আরও সাত দিনের লকডাউন
MostPlay

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে ভারতের দিল্লিতে চলমান লকডাউন আরও সাত দিনের জন্য বাড়ানো হয়েছে। শনিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, দিল্লিতে লকডাউন এক সপ্তাহের জন্য বাড়ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা দিল্লির। করোনা সংক্রমণের লাগাম টানতে গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন জারি করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সোমবার ভোর পাঁচটায় লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এবার দ্বিতীয় দফায় আরও সাত দিনের জন্য এর মেয়াদ বাড়ালেন তিনি।

শুক্রবার ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৭ হাজারের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭৫ জন। টানা ১৩ দিন ধরে দিল্লিতে ২০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

দিল্লিতে এখন সক্রিয় বা চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীর সংখ্যা লাখ ছুঁই ছুঁই। গত নভেম্বরের মাঝামাঝি সময়েও এ সংখ্যা ছিল ৪৪ হাজারের আশপাশে। এমনকি দুই মাস আগেও দিল্লিতে প্রতি দিন ২০০-এর কম নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল।

তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবকিছু বদলে দিয়েছে। দিল্লি এখন হাহাকারের নগরীতে পরিণত হয়েছে। কোভিড-১৯ রোগী নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন স্বজনেরা। মিলছে না শয্যা। অক্সিজেনের জন্য চারপাশে হাহাকার। ভেঙে পড়েছে দিল্লির স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বাড়ছে মৃত্যুর মিছিল। এমনকি মৃতদের সৎকারের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে নগরীর শ্মশানগুলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password