অক্সিজেনের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি, আটক ২

অক্সিজেনের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি, আটক ২
MostPlay

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত তখন দেশটির এক শ্রেণির মানুষ সে সংকটকে ব্যবহার করছেন সুযোগ হিসেবে। নানা উপায়ে মানুষকে ঠকিয়ে তারা হাতিয়ে নিচ্ছেন বিপুল অর্থ-কড়ি। সম্প্রতি দেশটির দিল্লি থেকে এমন চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২)। তাদের বিরুদ্ধে অভিযোগ- অক্সিজেনের কথা বলে এক রোগীর স্বজনদের কাছে তারা অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করেছেন।

অক্সিজেন কিনতে গিয়ে প্রতারণার শিকার হওয়া গীতা আরোরা নামক এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তার এক আত্মীয় শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু হাসপাতালে বেড না থাকায় তাকে সেখানে ভর্তি করানো যাচ্ছিলো না। ফলে তার জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার কিনতে যান তিনি। কয়েকগুন বেশি দাম রাখলেও ওই দুই অভিযুক্ত ব্যক্তি অক্সিজেনের পরিবর্তে তাকে অগ্নিনির্বাপক যন্ত্র বুঝিয়ে দেয়।

গ্রেফতার  হওয়া ওই দুই ব্যক্তির কাছ থেকে আরও পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে। দেশটিতে অক্সিজেনের অভাবে প্রতিদিন শতো মানুষের মৃত্যু হওয়ার সুযোগে তারা এ ব্যবসায় যুক্ত হয় বলে জানায় রাজ্য পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password