কবিতা - হে_মহানবী

কবিতা - হে_মহানবী
MostPlay

কবিতা - #হে_মহানবী
কবি - #ওয়াজিহা তাসনিম রোজা

জন্মের সাথে সাথে যার প্রথম শব্দ ছিল "ইয়া উম্মাত", 
তাঁর বিরুদ্ধে নামধারী মুসলিমের বেয়াদবি, 
কোথা থেকে আসে তোদের এত বড় হিম্মাত? 

যে নবীর অভিভাবক ছিলেন
সয়ং আল্লাহ তা'য়ালা,
ভাবছি মুর্খ ছাড়া আর কী বলিব তাকে,
যে যপে না সে মহানবীর মালা!

জন্মের আগেই হারালেন নবী তাঁর পিতাকে,
ছয় বছরের হতেই হারালেন মমতাময়ী  মাতাকে,
সঙ্গী বানালেন নবী তার বৃদ্ধ দাদাকে।

বড় হতে লাগলেন আমার প্রাণপ্রিয় নবী,
কোরানের বাণী প্রচার শুনে  সবাই ভাবলো 
হয়তোবা উনি একজন যাদুকর বা মহান কোনো কবি,
তখনও বুঝেনি কেউ, উনিই তো লিখিত কোরানের 
একমাত্র বাস্তব প্রতিচ্ছবি।

পাড়ি জমালেন মাদিনা,
ছেড়ে দিয়ে মাক্কা,
এই সফরে আমার নবী খেয়েছেন কত ধাক্কা।

ভেবে দেখ যার কারণে আল্লাহর পরিচয় পেয়েছো,
আজ তুমি তাঁকে রেখে বাতিলের কথায় মেতেছো!

দুনিয়ার অন্তরালে শুয়ে নবী আমার জন্য কাঁদে,
আর আমি নাকি মজেছি এই মিছে মোহের ফাঁদে।

সমস্ত কায়েনাত যার কারণে সৃষ্টি 
হে অবুঝ মাখলুকাত,
তাঁরই জন্যে আজ এত পাপের পরও,
আমাদের উপর অশেষ এই রহমতের বৃষ্টি।।

মন্তব্যসমূহ (০)


Lost Password