চোরাচালানের শুক্রাণু দিয়ে সন্তানের জন্ম দিচ্ছেন ফিলিস্তিনিরা

চোরাচালানের শুক্রাণু দিয়ে সন্তানের জন্ম দিচ্ছেন ফিলিস্তিনিরা
MostPlay

চোরাচালানের মাধ্যমে পাওয়া শুক্রাণু দিয়ে সন্তানের জন্ম দিচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলিদের কাছে থেকে চোরাচালানের মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করে ফিলিস্তিনে এই পর্যন্ত ৯৬টি শিশুকে জন্ম দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চোরাচালানের মাধ্যমে পাওয়া শুক্রাণু দিয়ে একটি শিশুর জন্ম হয়েছে গাজা উপত্যকায়। কারাবন্দি ফিলিস্তিনি মুহাম্মাদ আল কিদরার স্ত্রী মুজাহিদ নামের এক ছেলে শিশুকে জন্ম দিয়েছেন। মুহাম্মাদ আল কিদরার ২০১৪ সালের জুলাইতে ইসরায়েলিদের হাতে আটক হন। পরে তার ১১ বছরের জেল হয়।

কিদরার আটক হওয়ার পর এই প্রথমবারের মতো তার স্ত্রী সন্তানের জন্ম দিলেন। মুজাহিদ কিদরার চতুর্থ সন্তান, তবে তার জন্ম দেওয়া হলো বিশেষ উপায়ে। এ নিয়ে আনাদোলু এজেন্সিকে মুহাম্মাদ আল কিদরার খালা নাদিয়া আল কিদরা বলেন, আমরা একটি বিশেষ উপায়ে শুক্রাণুটি পেয়েছি। এ জন্য ইশ্বরকে ধন্যবাদ। তার বাবা উপস্থিত নেই। সে থাকলে আরো বেশি আনন্দ হতো।

মন্তব্যসমূহ (০)


Lost Password