প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন জন কেরি

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন জন কেরি
MostPlay

দূত ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন প্রেসিডেন্ট শপথ নেয়ার পর এটাই দেশটির কোন শীর্ষ কর্মকর্তার বাংলাদেশ সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানাতেই তার সফর।

কয়েক ঘণ্টার সফরে সকাল সাড়ে ১১টা নাগাদ ভারতের দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন তিনি। দুপুরে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে। এরপর যৌথ সংবাদ সম্মেলন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক রয়েছে জন কেরির।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন তিনি। যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চ্যুয়াল মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জন কেরির সফরে জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে। তবে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। রোহিঙ্গা ইস্যুও আসতে পারে আলোচনায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password